সঠিকভাবে আবেদন করা হলে একটি USER ID পাবেন। সেই USER ID দিয়ে, আবেদনকারীকে টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রয়োজনীয় ব্যালেন্স সহ 16222 নম্বরে একটি SMS পাঠাতে হবে। সঠিকভাবে পেমেন্ট করা হলে, আবেদনকারী SMS এর মাধ্যমে একটি পাসওয়ার্ড পাবেন। পাসওয়ার্ড ব্যবহার করে, পরবর্তীতে যোগ্য আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন।
প্রবেশপত্র
ডাউনলোডের সময়কাল: • শুরু: ১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে কিংবা এর পরে থেকে • শেষ: পরীক্ষা শুরুর পূর্ব পর্যন্ত
(User ID এবং Password দিয়ে ADMIT CARD ডাউনলোড করতে হবে।)
পরীক্ষা দেয়ার জন্যে যোগ্য কি না ও সেন্টার রোল, ভেন্যু ইত্যাদি জানার জন্যে আগে Eligibility Check করে নিতে হবে। USER ID দিয়ে সার্চ দিলেই হবে।
পরীক্ষার সময়কাল
❐ তারিখ: ২৭ ডিসেম্বর
✓ ক গ্রুপ (ইঞ্জিনিয়ারিং): সকাল ১০টা থেকে ১টা ✓ খ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার): সকাল ১০টা থেকে ১টা এবং ৩টা থেকে ৫টা
সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ ও কাউন্টডাউন জানতে ভিজিট করুন আমাদের অ্যাডমিশন ক্যালেন্ডার
ভর্তি পরীক্ষার কেন্দ্র
➜ সাধারণত ঢাকা জেলার কয়েকটি সামরিক নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে[তালিকা]
নোটঃ
Shaheed Ramiz Uddin Cantonment College এবং Shaheed Bir Bikram Ramiz Uddin Cantonment School দুটো পাশাপাশি। তবুও কেউ কনফিউজড হইয়েন না। ভালোভাবে ভেন্যু নাম দেখে তারপর হলে যাবেন।
মানবণ্টন ও অন্যান্য তথ্য
● মোট নাম্বারঃ • ইঞ্জিনিয়ারিং: ২০০ (লিখিত) • আর্কিটেকচার: ২০০ (অংকন)● মোট সময়ঃ ৩ ঘণ্টা● মানবণ্টনঃ ✓ ইঞ্জিনিয়ারিং: • গণিত: ৮০ • পদার্থবিজ্ঞান: ৬০ • রসায়ন: ৪০ • ইংরেজি: ২০ ✓ আর্কিটেকচার: • অংকন: ২০০● নোটঃ যারা "ক" গ্রুপ অর্থাৎ শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্যে এপ্লাই করবে, তারা শুধু ইঞ্জিনিয়ারিং অংশের পরীক্ষা দিবে। কিন্তু, যারা "খ" গ্রুপ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার এর জন্যে এপ্লাই করবে, তাদের ইঞ্জিনিয়ারিং অংশের পরীক্ষা তো দিতেই হবে পাশাপাশি আর্কিটেকচার এরও পরীক্ষা দিতে হবে।● সিলেবাসঃ অজানা● সেকেন্ড টাইমঃ আছে (৫% নম্বর কর্তন)● নেগেটিভ মার্কিংঃ নেই● ক্যালকুলেটরঃ ব্যবহার করা যাবে [তালিকা]